বাবুই

যারা এ দেশ ছেড়ে বিদেশ যান রোজগার করতে, আমরা তাদের প্রবাসী বলি। তারা নিজের জীবনকে বলতে গেলে উৎসর্গ করেন পরিবারকে ভালো রাখতে, দেশকে ভালো রাখতে। যারা প্রবাসে কাজে যান, তারা কেউ হাসতে হাসতে সেখানে যান না। অনেক কষ্ট নিয়েই যান, তবে ভিতরে একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নের তাড়নায় তারা আরেকটু ভালো থাকার জন্য ভিনদেশে পাড়ি জমান। সেই অচেনা দেশ, অজানা পরিবেশে গিয়ে কি ভালো থাকেন কেউ? আসলে ভালো থাকার সুযোগ অনেকেরই থাকে না। প্রবা গিয়ে একেতো কথায় কাজে মিল না পেয়ে তাদের মন বিপর্যস্ত হয়, তার ওপর দেশে পরিবার, আত্মীয়-স্বজনদ প্রবাসী সেখানেই থেকে তার স্বপ্ন পূরণের চেষ্টা করতে থাকেন।  তার হয়তো ইচ্ছা করে, সব ফেলে পরিবারের কোলে ফিরতে, দেশে চলে আসতে; কিন্তু সময় এবং পরিস্থিতির কারণে তা আর হয় না।আমি সৈয়দুজ্জামান(সাঈদ) আমারও হয়তো তা আর হতো না,কিন্তু হটাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে দীর্ঘ ১৪ বছর প্রবাস জীবনের ইতি টেনে আজ আমি মুক্ত,জানিনা ভবিষ্যতে কি আছে কপালে সবার কাছে দোয়ার দরখাস্ত রইল আর এই বিপদে আশাকরি প্রতিটি প্রবাসী সহ সবাই আমার পাশে থাকবেন।