OnnoRokom Leaders

সাধারণত লীডার শব্দটা শুনলে আমাদের মাথায় চলে আসে পলিটিকাল লিডার বা অর্গানাইজেশনের টপ লেভেলের লোকজন।
আমরা লীডার মানে ধরেই নেই- এটা কোন সাধারণ মানুষ নয়, গুটি কয়েক মানুষ। যারা খুব ক্ষমতাবান। যাদের অধীনে অনেক মানুষজন থাকবে।

আসলেই কি তাই? চাইলে কি যে কেউই লীডার হতে পারে?

লীডার যেকোন জায়গা থেকে যে কেউই হতে পারে। কীভাবে হতে পারে? সহজ উপায় হলো- যার মধ্যে লিডারশীপ বিষয়টা রয়েছে সেই লীডার। লীডারশিপ বিষয়টা আসলে কি? প্রত্যেকটা মানুষের মধ্যেই কি লিডারশীপ বিষয়টা রয়েছে?

সহজ কথায় লীডারশিপ হচ্ছে কোন একটা কিছু করার জন্য কাউকে বা অনেককে দিকনির্দেশনা দেয়া, উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা এবং প্রভাবিত করার সক্ষমতা। এটার সাথে উদ্যোগ নেয়া, সিদ্ধান্ত নিতে পারা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করে তাদের সর্বোচ্চটা বের করে নিয়ে আসা জড়িত।

আমাদের এই অন্যরকম লীডারশীপ প্রোগ্রামটির একটা বৈষিষ্ট্যিই হচ্ছে আমরা সবাই যেন, আমাদের যার যার জায়গা থেকে একেকজন লীডার হতে পারি।

Facebook Group: https://www.facebook.com/groups/onnorokomleaders