আমার ডেইলি ও পারসোনাল ব্লগে তোমাদের সকলকে স্বাগতম—যেখানে আমি ভাগ করে নিই আমার ব্যক্তিগত জীবনের ছোট ছোট গল্প, মনের ভাবনা, আর প্রিয় সব রান্নার সহজ ও সুস্বাদু রেসিপি। এখানে পাবে ঘরোয়া উপকরণে তৈরি নানা ধরনের খাবারের ভিডিও,আরও আছে আমার এগিয়ে যাওয়ার সকল কাজ ধাপে ধাপে নির্দেশনা, আর মাঝে মাঝে কিছু মজার মুহূর্তও। রান্না আমার জন্য শুধু একটা কাজ নয়, এটা আমার ভালোবাসা, আর এই ভালোবাসার স্বাদ তোমাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। তুমি যদি সহজে রান্না করতে ভালোবাসো বা আমার গল্পের সঙ্গী হতে চাও, তবে এই জায়গা তোমার জন্যই।
#Parsonal#vlog
Facebook: https://www.facebook.com/share/1NGGzwVuYr/