Muthophone Pathshala

শিক্ষায় জাতির মেরুদণ্ড। যে দেশের শিক্ষা, জ্ঞান অর্জনের সুযোগ বেশী, সে দেশ তত সমৃদ্ধশালী। আমরা চাই সেই শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে। অনলাইন শিক্ষা ব্যবস্থা এখন অনেক জনপ্রিয়। এর মাধ্যমে বহু মানুষ জ্ঞান অর্জন করতে পারে। আমরা চাই শিক্ষার্থীরা শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা যেনো বিভিন্ন বিষয়ে শিখতে পারে। আমরা এই লক্ষ্যে কাজ করছি।

#ranking #rankingchannel #topten #list #listing channel #education