THE POWER OF ISLAM

আসসালামু আলাইকুম। কেমন আছেন?

THE POWER OF ISLAM - চ্যানেলটি মূলত মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করা, ইসলাম নিয়ে চিন্তা ও গবেষনা এবং ঈমানদার হিসেবে গড়ে তোলার জন্য।

চ্যানেলের বিষয়বস্তু গুলি জ্ঞান অর্জন, অনুধাবন ও প্রয়োগের মাধ্যমে আপনার দুর্বল ঈমানকে সবল করতে পারবেন বলে আমি আশা করি। পবিত্র আল কুরআন, হাদিস, নামাজ, রোজা, ইবাদত ও ইসলাম ব্যবহারিক জীবন ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জানা এবং সহজ ও সরল ভাষায় উদাহরন সহকারে আপনাদের বোঝানো আমার মূল লক্ষ্য। চ্যানেলের কন্টেন্ট গুলো বিভিন্ন বই পুস্তক, ইসলামিক স্কলারদের অভিমত ও নিজের চিন্তা চেতনা থেকে তৈরী করে থাকি।

চ্যানেলের কন্টেন্ট গুলো নির্ভূল করার মানসে আমি সর্বাত্মক চেষ্টা করি। তারপরও মানুষ ভূল ভ্রান্তির উদ্ধে নয়। আপনাদের দৃষ্টিতে কোন প্রকার ভূল ভ্রান্তি পরিলক্ষিত হলে সমালোচনার দৃষ্টিতে না দেখে সরাসরি আমাকে জানানোর অনুরোধ করছি।

চ্যানেলের কন্টেন্ট গুলো দেখে যদি একজন ব্যক্তিও খারাপী গতিপথ পরিবর্তন করে প্রকৃত মুমিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তা হলেই আমার এই ক্ষুদ্র প্রয়োগ সার্থক হবে বলে আমি আশা করি।

ধন্যবাদন্তে
THE POWER OF ISLAM