চ্যানেলটিকে SUBSCRIBE করার জন্য সকলকে অনুরোধ জানাই।
Maity's Classroom-এ সকলকে জানাই সুস্বাগতম। এটি বিজ্ঞান শিক্ষা, মূলত জীবন বিজ্ঞান বা জীববিদ্যা শিক্ষার জন্য নির্মিত একটি শিক্ষামূলক চ্যানেল। আমি কৃষ্ণেন্দু মাইতি, জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল সহজ, সরল, সাবলীল ভাষায় বিজ্ঞান তথা জীবন বিজ্ঞানের জটিল বিষয়গুলিকে Lecture এবং হাতে কলমে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা। বিদ্যালয় এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত তথ্যসহ যথোপযুক্ত আলোচনা এবং হাতে-কলমে পরীক্ষার উপস্থাপনা।
চ্যানেলের বৈশিষ্ট্য -
👉 সহজ সরল প্রাঞ্জল ভাষার মাধ্যমে উপস্থাপনা
👉 নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ বিস্তারিত আলোচনা
👉 বিজ্ঞানের বিমূর্ত ও জটিল বিষয়বস্তুকে হাতে কলমে পরীক্ষার মাধ্যমে সরল ও মূর্ত করে তোলার প্রচেষ্টা।
👉 বিভিন্ন বৌদ্ধিক স্তরের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত আলোচনা।
👉 বাংলার সাথে সাথে ইংরাজী প্রতিশব্দের (english term) ব্যবহার।
👉 চিত্র সহ বিষয়বস্তুর উপস্থাপন।
Whatsapp +918777369372
#maitysclassroom