Manab Narayan Sen

আমাদের আশেপাশে যা কিছু ঘটে চলেছে, কিংবা যা যা ঘটবে সেইসব জিনিসের বেশিরভাগটাই গল্পাকারে কেউ না কেউ লিখে রেখে গিয়েছেন। হঠাৎ একটা গল্প বা কবিতা বা উপন্যাস পড়ে মনে হয়েছে নিশ্চয়ই, যে এই চরিত্রদের তো আগে থেকেই চিনি। সেরকমই কিছু ভাললাগা গল্প ভাগ করে নিতে এলাম। এদের নাম দেওয়া যাক, সকালের গল্প।