Voice of Islam Bangla

ভয়েস অফ ইসলাম বাংলা একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা কানাডাতে বসবাসরত বাংলা ভাষাভাষীদের নিকট ইসলামের শান্তির বাণী ও সৌন্দর্য প্রচারের জন্য প্রত্যেক শনিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টার সরাসরি বেতার অনুষ্ঠান সম্প্রচার করে থাকি যা আপনারা বেতারে শুনতে পাবেন FM100. 7 তে এবং ইন্টারনেটের মাধ্যমে অডিও শুনতে পাবেন www.voiceofislam.ca তে। তাছাড়া আমরা স্টুডিও থেকে ও এই অনুষ্ঠান ইউটিউব এর ভয়েস অফ ইসলাম (Voice of Islam) চ্যানেলে সরাসরি সম্প্রচার করে থাকি। আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হল কানাডাতে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের কাছে ইসলাম বিষয়ক ভূল ভ্রান্তি ও অন্ধ কুসংস্কার দূর করা, ইসলাম ও হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে আপত্তির উত্তর দেয়া, এবং ইসলামের প্রকৃত শিক্ষা ও সৌন্দর্য তুলে ধরা। ইসলাম বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের ফোন নম্বর -৪১৬৪১০৬৫২২ তে সরাসরি ফোন করতে পারেন। অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন [email protected] আইডিতে ।