আদি ও আসল আয়ুর্বেদ মানব সেবা - চ্যানেল থেকে আপনাদের শু স্বাগতম। দয়া করে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার এই চ্যানেল থেকে আদি ও আসল আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হবে। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভূমিকা -
আয়ুর্বেদ দোষ দূষ্য মল ইত্যাদি বিচারের উপরেই নির্ভরশীল । সেই দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে প্রয়োজন দ্রব্যের পরিচয় গুণাগুণ বর্গীকরণ দ্রব্যের রস বীর্য বিপাক প্রভাবতত্ত্ব বিষয়ে সম্যক জ্ঞান । আবার সেই সকল বিষয়ে জানতে হলে জানা দরকার মানুষের দেহের সঙ্গে এই সকল দ্রব্যের সাধর্ম ও বৈধর্ম বিচার এবং ত্রিদোষ তত্ত্বের অর্থাৎ বায়ু - পিত্ত - কফের সঙ্গে তার সম্পর্ক ।