সাবিল প্রশান্তি

" তোমার বিচ্যুতির আসল কারণ
পাশ্চাত্যের প্রতি ঝোঁক
তাদেরকে তুমি পদে পদে অনুসরণ করে চলো
ওরা যিদি ফ্রি-মিক্সিংকে আধুনিকতা বলে
তবে তুমি তাতে পুরোপুরি
সায় দাও ওরা যদি খোলামেলা
পোশাককে ভদ্রতা আখ্যা দেয়, তুমিও
সেটা মেনে নাও চোখবুঝে।
ওদের আচার-আচরণকে এতটাই অন্ধভাবে
অনুকরণ করো যে, পশ্চিমারা
গুইসাপের গর্তে ঢুকে পড়লে তুমিও
তাতে ঢোকার আপ্রাণ চেষ্টা চালাবে "

সাবিল প্রশান্তি...