Saifullah Tamim

আমি কে?
বলার মত কেউ নই।
তবে বলার মত অনেকগুলো স্বপ্ন আছে আমার।
সেই স্বপ্নগুলোর মাঝে নিজেকে খুঁজে পাই।
পূরণ করতে চাই। শুনাতে চাই প্রিয়জনদের।
যাতে আমি কখনো হারিয়ে গেলেও যেন আমার স্বপ্নগুলো না হারায়।
আমার স্বপ্নরাজ্যে স্বাগতম।