UJANIA FOLK BAND

উজানিয়া একটি লোকগানের দল, যারা বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে কাজ করে যাচ্ছে। তারা নির্মলেন্দু চৌধুরী, আব্বাসউদ্দিন, অমর পাল, অংশুমান রায় প্রমুখ কিংবদন্তি শিল্পীদের গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেছে।

লোকগানকে বিশুদ্ধভাবে পরিবেশন করে উজানিয়া।
উজানিয়া এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি লোকগানের দল।
বাংলার বিভিন্ন উৎসবে মঞ্চে নিয়মিতভাবে অনুষ্ঠান করছে উজানিয়া।
উজানিয়ার দুই মুখ্য শিল্পী অধ্যাপক নাজমুল হক ও ডক্টর মৌমিতা বৈরাগী।

তাদের "দ্বৈত কন্ঠে গাওয়া একটি সারি গান" বর্তমানে ভীষণ জনপ্রিয়।
নাও বাইওনা মাঝি.....
যেখানে অধ্যাপক নাজমুল হক এবং ড. মৌমিতা বৈরাগী অংশগ্রহণ করেছেন।

এছাড়াও তাদের জনপ্রিয় গানের মধ্যে হল, সাগর যদি মদ হতো, মরতে এলেন মোহাম্মদ, মনের আয়না, কল কল ছল ছল, এখনো সেই বৃন্দাবনে, বাংলা ভাষায় এত মধু ইত্যাদি....

লোকগানের নিজস্ব ধারায় সাফল্যের সঙ্গে উজানিয়া প্রায় কুড়ি বছর ধরে তাদের দর্শক শ্রোতা মন্ডলকে বিনোদন প্রদান করছে।

ফোন নম্বর : ৭০০৩৫৬৭৩২২
. ... ৯৮৩৬৫৪২৯৭২

Fb pege : Ujania Folk Band