আমি জোনাইদ আল হাবীব পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের IBA এর মার্কেটিং এ। পেশায় ব্যাংকার। আমার প্যাশন হচ্ছে পড়ানো এবং মানুষকে অনুপ্রেরণা দেওয়া।। মানুষের লাইফ ইজি করে দেওয়া।
আমাকে বর্ণনা করে এমন কয়টা শব্দঃ
English Teacher | Author | Self-made Man | Video Blogger | Inspirational Speaker
আমি যা পারি তা অন্যদের শেখাতে আমার ভীষণ ভালো লাগে। ২০১৯ সালে 'বিবিএ লাইফ' নামে একটা বই লিখেছি যা মূলত বিবিএ স্টুডেন্টদের আত্ম-উন্নয়নের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
২০২০ সালের ২১ শে বইমেলাতে আমার দুইটা বই প্রকাশিত হয়েছে।
১. দ্যা আর্ট অব সাকসেস (তাম্রলিপি)
২. সাকসেস ইন স্টুডেন্ট লাইফ (দাঁড়িকমা)
My all published books:
BBA LIFE
Chakri Na Uddokta?
The Art of Success
Success in Student Life
Shopner Campus
বর্তমানে আমি একটি বই লিখছি Precise English নামে। এ বইটি শীঘ্রই প্রকাশিত হবে।