আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমাদের নতুন চ্যনেলে আপনাদের স্বাগতম। যেহেতু আমরা নতুন কাজ শুরু করেছি ভিডিও কোয়ালিটি, কথাবার্তা, এডিটিং পছন্দ নাও হতে পারে সবার কাছে মাফ চেয়ে আমাদের কে সাপোর্ট করার অনুরোধ রইল। আমাদের চ্যনেলে সব ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমরা মূলত বিভিন্ন জায়গায় যেয়ে আপনাদেরকে সেই জায়গার সোন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করি ভিডিও চিএের মাধ্যমে। আমাদের ফেসবুক এবং ইউটিউব এ ভিডিও গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আরও অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যনেল টা সাবস্ক্রাইব এর জন্য । আমরা মূলত চ্যনেলটিতে ৪ জন কাজ করি। সিনিয়রদের মধ্যে আমি সবার বড় (ইউসুফ)। ডিরেকশন টা আমাকেই দিতে হয়। আর আমার বন্ধু (সোহেল) আমরা একইসাথে পড়ালেখা করতাম সোহেল ছিল কস্নট্রাকশন ডিপার্টমেন্ট এ আর আমি ছিলাম টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এ। তারপরে যে আসে সে হইতাছে আরিফিন ও আমার ছোট ভাইয়ের বয়সী কিন্তু সম্পর্কে আমার ভাতিজা সে চট্টগ্রাম আইএসটি তে অধ্যায়নরত আছে। আর সবার শেষে যে আসে সে হইতাছে সিয়াম আমাদের সবার ছোট সে লায়ন নজরুল কলেজে অধ্যায়নরত।
THANKS FOR READING
TAKE CARE