Sadaf Creation

আমি শুধু বাহিরেই মানুষ
ভেতরে আছে ক্ষত-বিক্ষত দুমড়ে মুচড়ে যাওয়া একটা হৃদপিন্ড!
আমি যা দেখাই মানুষ তাই দেখে
নিজেকে আড়াল করতে করতে এতোটা অতলে নিয়ে গেছি যে সেখানে প্রবেশ করার শক্তি অন্য কারো নেই!
আমি হাসি, কিন্তু সেই হাসির আড়ালে যে এক পৃথিবী দুঃখ লুকিয়ে রাখি তা কাওকে বুঝতে দেই না,
বুঝতে দেই না মানুষ থেকে রোবটে পরিনত হওয়া আমাকে!
আমি শুধু বাহিরেই মানুষ
কিন্তু ভেতরে ভেতরে পাক্কা একজন অভিনেতা!
নিজের কষ্টগুলোকে নিজের ভেতরে কবর দিয়ে প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যাই সবার সাথে!
আমি সবার সবকিছু বুঝি
বুঝেও চুপ থেকে যাই, আমার থাকা না থাকাতে কারো জীবনে এতটুকুনও শুন্যতা সৃষ্টি করবে না জেনেও
হাসিমুখে সবাইকে আগলে রাখতে চাই!
আমিও কাঁদি, সে কান্নার শব্দ কারো কানে পৌছানোর আগেই নিজেই নিজের মুখ চেপে ধরি শব্দ করে!
দিনের আলোকে আমি এখন প্রচন্ড ভয় পাই
রাতের অন্ধকারকে ভীষণ ভালোলাগে,
একমাত্র রাতই জানে আমার সত্যিকার পরিচয়,
মানুষের মতো দেখতে হলেও আমি আদতে মানুষই নই!!!