'ঐতিহ্য ও আঞ্চলিকতা আমার অহংকার'
এ প্রতিপাদ্যকে ধারণ করে 'Shatkora - সাতকরা' ইউটিউব চ্যানেলে আপনি পাবেন নানাবিধ ভিডিও কনটেন্ট এবং ইউটিউব শর্টস।
ঐতিহ্য, আঞ্চলিকতা, জাতীয় ইস্যু, আন্তর্জাতিক ইস্যু, ভূরাজনৈতিক ঘটনা, কৌতুকরস সমৃদ্ধ তথা হরেকরকম পাঁচমিশালি ভিডিও ও শর্টস পেতে 'Shatkora - সাতকরা' ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে প্রেস করার অনুরোধ।
আপনাদের সহযোগিতা ছাড়া 'Shatkora - সাতকরা' চ্যানেলের অগ্রগতি অসাধ্য। কাজেই, আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
উল্লেখ্য, 'Shatkora - সাতকরা' / হাতকরা বৃহত্তর সিলেট বিভাগের একটি ঐতিহ্যবাহী লেবু যা মাংসের সাথে খেতে দারুণ সুস্বাদু লাগে। সুতরাং, ঐতিহ্য ও আঞ্চলিকতার প্রতীক হিসেবে 'Shatkora - সাতকরা' চ্যানেলের নামকরণ করা হয়েছে।
ধন্যবাদ 'Shatkora - সাতকরা' চ্যানেলের সাথে থাকার জন্য।