জীবন ও জীবিকা | Jibon O Jibika. জীবন ও বাস্তবতার গল্প |
যােগ্যতমের বাঁচার অধিকারপৃথিবীর সর্বত্র স্বীকৃত। এটা শুধু প্রাকৃতিক বিধান বলে নয়, মানবিক বিধানেও এর ব্যত্যয় ঘটেনি। প্রকৃতিকে জয় করা, আপন প্রয়ােজনে পরিবর্তন ও পরিবর্ধন করা নিয়েই মানব সমাজ ও সভ্যতার জয়যাত্রা। একজন কৃষক যখন শস্যক্ষেত্রে আগাছা উৎপাটন করে তখন সে বড় শক্ত সুঠাম সুন্দর গাছগুলাে রেখে ছােট চিকন পাতলা ও দুর্বল গাছগুলাে তুলে ফেলে দেয়। তবে পৃথিবীর সব দেশের মানব সমাজেই ঐ আগাছা উৎপাটন ও মাথাছাটার ব্যাপার লক্ষ্য করা যায়। বাংলাদেশের সমাজ জীবনে বর্ণবিভাজন ও বৃত্তি নির্ধারণ জনিত শ্রেণীভেদ লক্ষ্য করা যায় বাংলাদেশ সৃষ্টির আদিকাল থেকেই । দায়টা সমাজ ও শাসনব্যবস্থার। বর্তমানে ভেদবৈষম্যের অস্তিত্ব থাকলেও সামাজিক অচলায়তন আগের মত পাষাণ-কঠোর অবস্থায় নেই ।
জীবন ও জীবিকা channel is all about human true-life stories. They told their life stories with a great massage. To make a great society and a better life জীবন ও জীবিকা channel has many impacts. Every single video published in this channel is permitted by the participants.