Al-Islah JR

পরিচিতি:

Al ISLAH JR 'জামেয়া রশিদিয়া,লস্করহাট,ফেনী'র বহুমুখী দাওয়াতী কার্যক্রমের একটি অংশ। হযরত মাওলানা মুফতী শহীদুল্লাহ সাহেব দা.বা.কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলূম দেওবন্দের ধারার একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠান এটি।

এই প্রতিষ্ঠানের দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে 'AL ISLAH JR' এর সূচনা। যা হযরত মাওলানা মুফতী শহীদুল্লাহ সাহেব দা.বা. এর ইসলাহী বয়ান নিয়মিত আপলোড ও মাদ্রাসার মিডিয়া মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছে।
এর অধীনে " AL ISLAH JR" নামেই একটি ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ ও হোয়াটস অ্যাপ গ্রুপ চালু করা হয়েছে।
আপনাদের দোয়া এবং সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।