জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর একটি সংবিধিবদ্ধ সংস্থা। তদানিন্তন পাকিস্তান সরকার ২৬ এপ্রিল, ১৯৬৫ সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আত্নপ্রকাশ করে। প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কেন্দ্র হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ৭ টি গ্যালারী রয়েছে। গ্যালারীগুলো হলোঃ-
(১) ভৌত বিজ্ঞান গ্যালারী
(২) শিল্প প্রযুক্তি গ্যালারী
(৩) জীব বিজ্ঞান গ্যালারী
(৪) তথ্য প্রযুক্তি গ্যালারী
(৫) মজার বিজ্ঞান গ্যালারী-১
(৬)মজার বিজ্ঞান গ্যালারী-২
(৭)মহাকাশ বিজ্ঞান গ্যালারী
তাছাড়া রয়েছে সায়েন্স পার্ক , আকাশ পর্যবেক্ষণ মানমন্দির এবং বিজ্ঞান গ্রন্থাগার । জাদুঘর জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতামালা, বিজ্ঞান ভিত্তিক ভিডিও প্রদর্শনীর আয়োজন করে থাকে। বিজ্ঞান জাদুঘর তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে সহায়তা করে থাকে ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ
জনসাধারণের মধ্যে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি করা;
বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করা