"মাতৃ সাধক শ্রী বিশ্বজিৎ" চ্যানেলটি অজানা কিছু জানার নতুন দিগন্ত। এই চ্যানেলে ঈশ্বরের সম্পর্কিত কাহিনী, জ্যোতিষ সংক্রান্ত বিষয়, হস্তরেখা এবং হাতের রেখা বিচার , বিজ্ঞান কল্পকাহিনী, দৈনন্দিন জীবনের নানান প্রয়োজনীয় টিপস্ এ সমৃদ্ধ। তাছাড়া আমরা এই চ্যানেল এর মাধ্যমে মানুষকে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ রাখার চেষ্টা করে চলেছি। এই চ্যানেল টিতে তন্ত্র মন্ত্র যন্ত্র বিষয় নিয়েও আলোচনা ও শেখানো হয়। জড়ী বুটি গাছ গাছরার কবিরাজি ও ধনন্তরি ঔষধ নিয়ে বলা হয়।
যে কোনো গুপ্ত রোগ, জ্যোতিষ সংক্রান্ত, তান্ত্রিক ক্রিয়া সংক্রান্ত, হাতের রেখা বিচার, যে কোনো গ্রহ দোষ কাটান, অশুভ শক্তি কাটান, বশীকরণ, প্রেম, বিবাহ, চাকরি এবং যে কোনো ভৈতিক এবং দৈবিক সমস্যা থেকে মুক্তি পেতে যোগাযোগ করুন 7864026695