shahadat khan official


আমি কোনো পেশাদার ইউটিউবার না।
খুব সাদাসিধা একজন মানুষ।
আমি মানুষ কে ঠকানো বা মানুষের সাথে প্রতারণা করে এমন মানুষ কে অনেক ঘৃণা করি ।এক সময় আমি যখন বেকার ছিলাম তখন ভাবতাম মানুষ অনলাইনে টাকা ইনকাম করে আমি ও করবো। তার পর থেকে অনলাইনে ইনকাম করার জন্য ঝাঁপিয়ে পড়ি। কিন্তু বিশ্বাস করবেন চার বছর আমি অনলাইনে অনেক ভাবে টাকা ইনকাম করার চেষ্টা করে মাত্র ২ ডলার ইনকাম করেছি তা এখনো উঠাতে পারেনি। অনেক প্রতারক আমার অনেক টাকা মেরে খেয়েছে। তাই আমি চিন্তা করলাম আমি আর এভাবে কাজ করবো না। আমি ইউটিউব এবং ফেসবুকে কাজ করবো। তারপর থেকে আমি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও বানানো শুরু করি। এবং চার-পাঁচ মাস কাজ করার পর থেকেই আমার বড় অংকের টাকা আসতে শুরু করল।কিন্তু আমি ভুলে যায়নি আমার সাথে প্রতারণা করা সেই প্রতারক ইউটিউবার এবং হ্যাকারদের কথা। তাই আমার মত আর যেন কেউ তাদের প্রতারণার শিকার না হন এই জন্য আমি এই চ্যানেলে সত্যি মিথ্যা যাচাই বাচাই করে সবার সামনে সত্যিটা তুলে ধরার চেষ্টা করি।
Business Email
[email protected]
আমার ফেজবুক পেজ লিংক
https://www.facebook.com/Shahadatkhan470?mibextid=ZbWKwL