বাউল একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। আমাদের SR24 TV এর প্রচেষ্টা বাউল গানের জীবন দর্শন মানুষের মাঝে পোঁছে দেয়া এবং বিলুপ্ত প্রায় বাংলাদেশের ঐতিহ্যগত গানকে সবার মধ্যে ছড়িয়ে দেয়া।