পড়ার মাঝে আনন্দ

Welcome to my channel 🙏 এই চ্যানেলের ভিডিও গুলিতে প্রাথমিক বিদ্যালয়ে একঘেয়েমি পড়াশোনার পরিবর্তে কিভাবে আনন্দদায়ক পাঠদান করা যায়, কিভাবে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় আসার আগ্রহ বাড়ানো যায়, পুঁথিগত পাঠদান ছাড়াও ছড়া
নাচ ,গানের মাধ্যমে বিভিন্ন রকম জ্ঞান দান করা যায় তা দেখানো হয়েছে এবং দেখানো হবে। আমি একজন প্রাথমিক শিক্ষিকা। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি জটিল বিষয়গুলি ও সুর ,তাল ও ছন্দে বসিয়ে দিলে ছাত্র-ছাত্রী দের কাছে তা সহজ , সরল ও প্রাণবন্ত হয়ে ওঠে । যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক ,শেয়ার ও কমেন্ট করে জানানোর অনুরোধ জানাই।