শেয়ার বাজারের ধর্মই হল উঠানামা করা কখনও দাম বাড়বে কখনও পড়বে এটাই স্বাভাবিক
যুগ যুগ ধরে শেয়ার বাজারে এটাই হয় এবং হবে এর মধ্যে ই বিজ করে সফলতা অর্জন করতে হয়। কিন্তু আমাদের দেশের অনেক বিনিয়োগকারী সেটা বুঝতে পারেনা তারা কারসাজি চক্রের এই খেলা ধরতে পারেনা ফলে গুজবে কান দেয় নিজে প্যানিকড হয় অপরকে প্যানিক করে। এবং নিজের ভুলে লস করে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা কে সমালোচনা করে তাই আমি নিজে ব্যক্তিগত ভাবে দীর্ঘদিন ধরেই নিজ উদ্যোগে বিনিয়োগকারীদের কে এই বিষয়ে বুঝানোর চেষ্টা করে আসছি এই ইউটিউব চ্যানেল খুলে সবাই কে এ বিষয়ে সচেতনতা করেছি আলহামদুলিল্লাহ এবং চলমান আছে আমার চ্যানেল এর থীম ই হল সবাই কে প্যানিক থেকে এবং গুজব থেকে দুরে রাখাতে সচেতনতা করা কারন আমি দেশকে ভালবাসি দেশের সরকার কে ভালবাসি শেয়ার বাজারকে ভালবাসি নিয়ন্ত্রক সংস্হা কে ভালবাসি আমি আপনাদের পাশে থেকে উৎসাহীত করার চেষ্টা করি যেন কেউ ক্ষতিগ্রস্থ না হয় এর জন্য আবার আমাকে অনেকেই সরকারের দালাল নিয়ন্ত্রক সংস্থার দালাল বলেও সমালোচনা করে তখনই মনটা খারাপ হয়ে যায়। আফসোস লাগে।
আমার সাথে যোগাযোগ এবং
আমার বিজনেস ইমেল হল [email protected]