আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা-তুহু।
আপনার সবাই কেমন আছেন?
আমার দ্বীনী ভাই ও বোনেরা।
[''*রাসূল ﷺ বলেছেন,
خَيْرُكُمْ مَنْ تَعَلًمَ الْقُرْاٰنَ وَعَلًمَهٌ
'তোমাদের মধ্যে সর্বত্তম ওই ব্যক্তি, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।"
(বুখারী,হাদীস নং:৫০২৭)
দাওয়াত এর গুরুত্ব
যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে।
☘️এটি একটি ইসলামিক চ্যানেল। ইসলামিক পোস্টগুলো ভালো লাগলে Subscribe করে পাশে থাকারা অনুরোধ করছি। জাযাকুমুল্লাহু খাইরান
☘️আমার ইসলানিক পোস্টগুলো কাউকে নসীহা বা উপদেশ দেওয়ার জন্য না।তেমন যোগ্যতা বা জ্ঞান কোনটাই আমার নেই।
তবে আশা করি ভিডিওগুলো দেখে উপকৃত হবেন ইনশা আল্লাহ। এই একটা ভিডিও আমাদের হেদায়েতর উসিলাও হতে পারে ইনশা আল্লাহ।