নমস্কার বন্ধুরা
আমি মৌসুমী.....এক আদ্যপান্ত গৃহবধূ...৩২ বছরের সংসারে এই প্রথম নিজেকে আবিষ্কার করার এক অদম্য চিন্তাভাবনা নিয়ে এই চ্যানেল টি খোলা। আমি একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে,কিন্তু বিগত ৩২ বছর ধরে হাওড়াতে। তাই আমার এই হেঁসেলে আপনারা যেমন গ্রামবাংলার হারিয়ে যাওয়া রান্না পাবেন,তেমনি পাবেন শহরের রান্না...
সবাইকে অনুরোধ রইলো আমার পাশে থাকার জন্য। আমার এই নতুন পথ চলায় আমার সঙ্গী হওয়ার জন্য।
- ধন্যবাদ