সেলাই শখ selai shock

স্বাগতম আপনাদের সেলাই শখ ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটি বাংলাদেশ বিখ্যাত শাহজালাল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর সুযোগ্য ট্রেনার ও ফ্যাশান ডিজাইনার জনাব জাহিদ হাসান দ্বারা পরিচালিত। এই চ্যানেলের মাধ্যমে আপনি কাটিং,সেলাই, ফ্যাশান ডিজাইনিং, কাপড় প্রন্টিং(ব্লক ও বাটিক) সহ যাবতীয় সকল কিছু অত্যন্ত সুন্দর, সহজ ও সাবলীলভাবে দক্ষতার সাথে শেখানো হয়। এছাড়াও এই প্রথম এই চ্যানেলের মাধ্যমে সূত্র আকারে কাপড় কাটিং শেখানো হয়ে থাকে। কাপড় কাটিং,সেলাই সম্পর্কিত যাবতীয় কিছু শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।