হে প্রিয় সাথীগণ,
শেষের দিনে নাম-ই একমাত্র সম্বল। হরিনাম বা কৃষ্ণ নাম ব্যতীত কৃষ্ণচড়ণ বা স্বর্গ লাভ করা কোনক্রমে সম্ভব নয়। জীবন বেলা শেষে কৃষ্ণ ধামে যাওয়ার একমাত্র পথ হরি নামের তরী। বেলা শেষে তরী একমাত্র কৃষ্ণ নাম, হরিনাম।জীবন বেলা শেষে এই হরিনামের তরিতে না উঠলে বা না চড়লে কখনোই হরিচরণ লাভ করা যায় না। আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম পাওয়া যায়। যা আপনার জীবন বেলা শেষে হরিনাম শ্রবণ করে শেষের দিনের তরী পার হতে হবে।নাম গান শুনিয়ে যদি কোন ভক্তের হৃদয়ে বিন্দুমাত্র ভক্তির উদয় ঘটাতে পারি তবেই আমাদের চ্যানেলের পূর্ণ স্বার্থকতা লাভ করবে। যদি হরি কথা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
কোন শিল্পী আমাদের চ্যানেলে গান ছাড়তে চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন।
আমার মোবাইল নম্বর 9635994780