সনাতনী ভক্ত | Sanatani Bhakta
ভক্তি যেখানে প্রাণ, সনাতন যেখানে পথ।
স্বাগতম “সনাতনী ভক্ত” চ্যানেলে এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে গীতা, রামায়ণ, চণ্ডী, মনসা মঙ্গল এবং বাংলা পুঁথি পাঠের মাধ্যমে আপনি পাবেন শাস্ত্রীয় জ্ঞান, শান্তি ও অন্তরঙ্গ ভক্তির বার্তা।
📌 এখানে আপনি নিয়মিত পাবেন:
🔸 মনসা পুঁথি, কবিগান ও ভক্তিগীতি
🔸 শিশুদের মুখে কীর্তন ও শ্লোক - নির্মল ভক্তির প্রতিচ্ছবি
🔸 শাস্ত্রীয় পাঠ: গীতা, রামায়ণ, চণ্ডী ও পুরাণ
🔸 দেব-দেবীর মাহাত্ম্য ও সনাতন সংস্কৃতির প্রচার
📿 আমাদের লক্ষ্য: সনাতন ধর্মের চিরন্তন আলোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সহজ ভাষায় জ্ঞান ও ভক্তিকে ছড়িয়ে দেওয়া।
🙏🏻 আপনি যদি সত্যিই ভক্তির স্বর খুঁজে থাকেন - তাহলে এই চ্যানেলটি আপনার হৃদয়ের ঘর। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই পবিত্র যাত্রায়।