Electronics Pathshala

প্রযুক্তির এক বিশাল অংশ জুরেই ইলেক্ট্রনিক্সের বিচরন। আমাদের সকল দিক থেকে ঘিরে রেখেছে এই ইলেক্ট্রনিক্স , জীবনকে করেছে সহজের থেকেও সহজতর। আসলে ইলেক্ট্রনিক্স ছাড়া আমরা এক মূহুর্তও কল্পনা করতে পারিনা। এমন যুগেও আমরা অনেকেই অধির ইচ্ছা থাকলেও সুযোগ পাচ্ছি না ইলেক্ট্রনিক্স চর্চার ।
যার ফলে প্রযুক্তিগতভাবে আমরা নির্ভরশীল হয়ে আছি জাপান , চায়না এমনকি ভারতের মত দেশের উপর। অনেক মেধাবীই পারছেন না নিজের সৃজনশীলতাকে বাস্তবে রুপ দিতে। আমাদের লক্ষ , এই অবস্থার অবসান।

একেবারে শুরু থেকে ইলেক্ট্রনিক্সের চর্চার মাধ্যমে দেশের সকল ইলেক্ট্রনিক্স প্রেমীদের সঠিক প্রশিক্ষিত করে বাংলাদেশের ইলেক্ট্রনিক্স জগতকে আরো আত্বনির্ভশীল ও সমৃদ্ধশালী করা। এখানে আমরা শুধু প্রশিক্ষন দিয়েই শেষ করছি না, যারা ইলেক্ট্রনিক্স চর্চায় আগ্রহী তাদেরকে প্রয়োজনীয় যন্ত্রাদি ও সরবরাহ করছি। যাতে করে ঘরে বসেই পুর্নাঙ্গভাবে যে কেউ ইলেক্ট্রনিক্সের অ্যাদ্দ-পান্ত শিখতে ও চর্চা করতে পারেন। একেবারে যাকে বলে হাতে কলমে ইলেক্ট্রনিক্স শিক্ষা। সকলে আন্তরিক অংশগ্রহন ও সহযোগিতা কামনা করছি।