IslamicMedia 24H


01945831094

আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক,

ইসলামিক (IslamicMedia 24H) চ্যানেলে আপনাদেরকে স্বাগতম

আশা করি
আল্লাহর কৃপায় - আপনারা সকলেই ভালো আছেন।

সকল নবী–রাসুলই দাওয়াত, তাবলিগ, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। যেহেতু নতুন কোনো নবী ও রাসুল আর আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত, তালিমে দ্বীনের কাজ আখেরি নবীর উম্মত তথা উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে।

হাদিস শরিফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।’ (জামে তিরমিযি)

বিদায় হজের ভাষণে মহানবী (সা.)–এর সর্বশেষ বাক্য ছিল ”‘ তোমরা যারা উপস্থিত রয়েছ তারা যেন আমার বাণী সমূহ অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও ’” (সিরাতে ইবনে হিশাম)।

তাবলিগের মূল প্রতিপাদ্য বিষয় হলো সৎকাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করা।

{ IslamicMedia 24H } সেই দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম।

যদি আর একটিও ভিডিও মিস না করতে চান, তবে এক্ষুণি আমাদের { IslamicMedia 24H } চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

ধন্যবাদ

{ IslamicMedia 24H }

প্রয়োজনে :- 01746119373