Sheikh Shadi Marjan is a Bengali Poet and Reciter(Abrittikar). He has published three poetry books and three solo recitation albums. Famous reciter (Abrittikar) Shimul Mustapha his teacher. He had travelling many district between Bangladesh and India for poem and recitation.
#kobita_Abritti
#Poem_recitation
শেখ সাদী মারজান এর কবিতার প্রতি গভীর ভাললাগা থেকেই আবৃত্তিচর্চায় মনোনিবেশ। বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফার হাত ধরে সাংগঠনিক আবৃত্তিচর্চা শুরু হয়েছিল। পরবর্তীতে সান্নিধ্য পেয়েছেন দুই বাংলার আরো অনেক গুনী আবৃত্তিশিল্পীর । কবিতা ও আবৃত্তির জন্য ছুটে বেড়ান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। প্রকাশিত কাব্যগ্রন্থঃ আলোর বিলাপ আঁধারের হাসি (২০১৮), রক্তমাখা প্রিয় বসন্ত (২০১৯)। প্রকাশিত আবৃত্তি এ্যালবাম ৩টি। কবিতা আবৃত্তি-উপস্থাপনার পাশাপাশি বাচিক শিল্পের বিভিন্ন শাখায় নিয়মিত কাজ করছেন। মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজী ভাষায়ও সাহিত্যচর্চা করছেন।
#আবৃত্তি