Apna Charity & Foundation

Apna Charity & Foundation 2021সালের মার্চ মাসে তৈরি করা হয়েছিল, যাতে সমান সুযোগ এবং পারস্পরিক সাহায্যের মূল্যবোধের ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলা যায়। আমরা আমাদের সমাজের সুবিধাবঞ্চিত অংশগুলির উন্নতির জন্য নির্বিঘ্নে কাজ করে যাচ্ছি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ দিয়েছি। আমাদের প্রধান লক্ষ্য দারিদ্র্যের হাতে আটকে পড়া অসহায় মানুষ। এই পরিবর্তিত বিশ্ব আমাদের মধ্যে যে অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ নিয়ে এসেছে তা মোকাবেলা করার জন্য আমরা এই লোকদের স্বাধীনভাবে যথেষ্ট শক্তিশালী করে সাহায্য করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা করোনা আবহে বেশ কয়েকটি পরিবারকে আর্থিক সাহায্য করতে পেরেছি । বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের সাক্ষরতা ও শিক্ষা প্রদানের লক্ষ্যে আমরা শিক্ষা খাতে কাজ করার লক্ষ্য নিয়েছি। এছাড়া আমরা সেচ্ছায় রক্তদান এর মত মহৎ কাজে অংশ নিয়েছি (রক্তদান মহতদান ) ।

আপনারা ছাড়া আমরা কিছুই না , আপনাদের সাহায্যে আমরা আরো অনেক দূরে পারি দিতে চাই ❤️
- Team ACF

For business enquiry:: [email protected]
Donate :: 7501378775