AK Memorial center

একে মেমোরিয়ল সেন্টার” (AK MEMORIAL CENTER)
রেজিস্ট্রার্ড কার্যালয় : গ্রাম : মনিকা, ডাকঘর : কদমশ্রী, উপজেলা: মদন, জেলা: নেত্রকোনা।

লক্ষ্য ও উদ্দেশ্য : আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি কল্যাণমুখী, অরাজনৈতিক, অলাভজনক, দাতব্য বেসরকারী সোসাইটি হচ্ছে মদন উপজেলা উন্নয়ন ফোরাম। নিম্নে ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ উলে­খ করা হলঃ

১। মদন উপজেলার মনিকা ও কদমশ্রী গ্রামের দারিদ্র বিমোচনের নিমিত্ত বেকার সমস্যা দূরীকরণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং এই সব মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন ও সম্পদের সুষ্ঠু ব্যবহারকল্পে সরকারকে সহযোগিতা করা।

২। মদন উপজেলায় বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রতিভার উন্মেষ ঘটানো। বৃত্তি প্রদান, কৃতি শিক্ষার্থী ও কৃতি শিক্ষকগণকে সংবর্ধনার মাধ্যমে শিক্ষা বিস্তারে সংশ্লিষ্টদের অনুপ্রেরণা দেয়া ও শিক্ষার গুণগত মানের উন্নয়ন সাধন করা।

৩। মদন উপজেলায় চিকিৎসা বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি শিক্ষা, ক্রীড়া শিক্ষা ও ধর্মীয় শিক্ষাসহ উন্নত ও আদর্শ শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা।

৪। মদন উপজেলায় প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা।