TARA KHAPA

এটি কাজী নজরুল ইসলামের সৃষ্টি কর্ম নিয়ে একটি গবেষণা ধর্মী চ্যানেল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর বাকশক্তি হারান তাঁর সৃষ্টিশীলতা'র মধ্যগগনে, মাত্র ২০/২১ বছরের বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে যে বিষ্ময়কর অবদান রেখে গেছেন পৃথিবীর সাহিত্য সংস্কৃতির ইতিহাসে আর কোন কবি সাহিত্যিক সংগীতকার করতে পেরেছেন বলে আমার জানা নেই। কিন্তু হঠাৎ বাকরুদ্ধ হয়ে যাওয়ায় উঁনার অনেক সৃষ্টিকর্ম আজ হারিয়ে গেছে, যা আমাদের জন্য এক অমূল্য সম্পদ ছিলো। তাই আমরা এই চ্যানেলটিতে কবির সাহিত্য ও সংস্কৃতির দর্শনগত দিকগুলো নিয়ে কাজ করতে চেষ্টা করবো, আর কবির লুপ্তপ্রায়, স্বল্প শ্রুত কবিতা, গান আর কবির জীবনের ঘটে যাওয়া অজানা অধ্যায় সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশাকরি আপনারা আমাদের এই পথচলায় সহযোগিতা করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়।