আসুন, কিছুক্ষণ সময় কাটানো যাক একসাথে। নিছক সময় কাটানো নয়, আনন্দে কাটানো যাকে বলে। আসুন আমরা বলি, আমরা শুনি, আমরা বুঝি পরস্পরকে, এবং যা বলা হচ্ছে সেসব। জ্ঞানগর্ভ কিছু বললাম কি না সেটা জরুরীই নয়, কারণ যা বলছি আর যা শুনছি, তা যদি উপভোগ্য হয়, তবে তা নিজগুণেই মূল্যবান। সেটুকু উপলব্ধি করতে পারলেই আমরা পেয়ে যাব সেই অপার আনন্দের দুনিয়াটাকে হাতের মুঠোয়। তাই আসুন, হোক আড্ডা প্রাণ খুলে।
Let's spend some time together, and while we are on it, why not make it a quality time? Let's speak, let's listen, let's understand and discuss. We don't need to be deliberate to add value - because as long as we are enjoying, it is of great value itself. All we need is to realize that.