The Riman Bhattacharjee

আমি রিমান ভট্টাচার্য্য। আমার এই ইউটিউবের মতো একটা বিরাট প্লাটফর্মে আসার প্রধান কারণ টা হলো আমার সুন্দর মুহূর্তগুলোর সময় গুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়া।সেই জন্য ব্লগ এর মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সময় গুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেবার চেষ্টা করছি।আমার বানানো ব্লগ গুলো অবশ্যই দেখো।আর অবশ্যই ভালো লাগলে বা না লাগলেও তোমরা জানিও কমেন্ট এর মাধ্যমে।তোমাদের ভালো লাগলে আমার এই প্লাটফর্মে আশা সার্থক হবে।আর যদি না লাগে তবে অবশ্যই কমেন্ট এ জানিও আমার তোমাদের পছন্দ না হবার কারণ।তবেই আমি পরবর্তী ভিডিও গুলো তে ভুল গুলো ঠিক করার চেষ্টা করবো।।😊😊

❤️।।সঙ্গে থেকো পাশে থেকো তোমরা।।❤️