বর্তমানে চাকরি বা ব্যাবসার জগতে যে পরিমান প্রতিযোগিতা চলছে তাতে সবার পক্ষে টিকে থাকা কষ্টকর।
এমতাবস্থায় হতাশ না হয়ে বিজ্ঞান ভিত্তিক কৃষিতে মনোনিবেশ করলে, অন্য আর দশ টা পেশার মতো এখানেও সফলতা অর্জন করা সম্ভব।
এই চেতনা সামনে রেখে আমাদের ক্ষুদ্র প্রচেষ্ঠা। 
কৃষিতে সবচাইতে ভরসার কথা হলো, এখানে সম্ভাবনা অনেক! কিন্তু প্রতিযোগী খুবই কম।