Channel 'SATYER PATH-E' চ্যানেল 'সত্যের পথে'

চ্যানেল সত্যের পথে এপার বাংলা ও ওপার বাংলায় ইসলাম ও আহলেবাইতের পয়গাম সমাযে উপস্থাপন করার সবথেকে বড় প্রচার মাধ্যম। এই মিডিয়া পরিচালিত হয় রণ্মহল ইমাম সাদ্বিক ইস্লামিক রিসাচ সেন্টার দ্বারা। স্থাপিত হয়েছে ২০১৮ সালে। আমাদের মূল লক্ষ হল বাংলার ঘরে ঘরে আহলে বাইতের সংবাদ পৌছে দেওয়া। আপনারা এখানে পাবেন ছোটো নাটক, টক শো, ইন্টার ভিউ, আলোচনা, সমালোচনা, বিশ্ব সংবাদ, মজলিস, মেহফিল, মাসায়েব, নোহা, ক্বাসিদা, মাসিয়া, লাইভ, সাক্ষাতকার, কাটুন ইত্যাদি নানা অভিনব অনুষ্ঠান পাবেন।

Channel Satyer Pathe is a Biggest Ahlul Bait Media Platform in Bengal. It is managed by Ranmahal Imam Sadiq Islamic Research Centre. Its Established at 2018. We Spread The thought and education of AhlulBait (as) in social media platforms.

আমাদের সাথে যুক্ত হয়ে এই মহান উদ্দেশ্যকে সাফলতায় রূপ দিন। নিজের পরিবার-প্রিয়জন্দের আহলে বাইতের পয়গাম পৌছে দিন শেয়ার করার মাধ্যমে। আমাদের ভিডিও গুলিতে লাইক ও কমেন্টস-এর মাধ্যমে আমাদের উতসাহ দিন এবং নিজের মতামত জানান।

এছাড়া আমরা সেরা কমেন্টস ও আরও নানা কন্টেষ্ট রাখি, সেগুলিতে অংশ গ্রহণ করবেন।