স্বপ্ন .........
শুধু স্বপ্ন দেখেই থেমে যেতে চাই নি । প্রতিটি স্বপ্নের বাস্তবায়ন করতে চেয়েছি এই সোনার বাংলায় । হয়তো চাইলে আজ USA, Canada বা UK এর কোন কোণায় পড়ে থাকতে পারতাম । মা বাবা আর মধ্যবিত্ত সমাজের তথাকথিত ভাষায় সফলতা আর বাস্তবতা ও সম্ভাবনা কে বাদ দিয়ে দেখা আমার সেই অপরিপক্ব স্বপ্ন হয়তো পূরণ করতে পারতাম । সু্যোগ হয়েছিল বহুবার...। কিন্তু সে পথে যাই নি । কারণ আমি বিশ্বাস করি যে নিজে করে অন্যকে শেখাতে হয় , মুখে বলে না । তাই সিদ্ধান্ত নিয়েছি...... এই দেশ আর দেশের মানুষকে গালি না দিয়ে এই মানুষগুলোর ভালো দিকগুলোকে ধরে রেখে খারাপ দিকগুলো পরিবর্তন করে স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজের অবস্থান থেকে সবটুকু দিয়ে চেষ্টা করে যাবো । পালিয়ে যাবো না আমার অস্তিত্ব কে ছেড়ে । দেশের মানুষের জন্যে কিছু করে মাতৃভূমির ঋণ শোধ করা আমার দায়িত্ব।