Shoaib Sadi

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক
Shoaib Sadi ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম,
প্রিয় বন্ধুরা! আশা করি আপনারা সকলে ভালো আছেন।
মহান আল্লাহর শুকরিয়া আদায় করি তিনি আমাদের এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন।
সব নবী-রাসূলই দাওয়াত, তাবলীগ, তালিম ও তারবী'আতের কাজ করেছেন। যেহেতু নতুন কোন নবী ও রাসূল আর আসবেন না, তাই কেয়ামত পর্যন্ত দাওয়াত, তালিমে দ্বীনের কাজ আখেরি নবীর উম্মত তথা উম্মতে মোহাম্মদীকেই করে যেতে হবে। ইসলামের কল্যাণকর বিষয়গুলো মানুষের দ্বারে পৌঁছে দেওয়া হল তাবলীগ।
হাদীস শরীফে রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। (জামে তিরমিজি)। দাওয়াত তাবলীগের প্রতিপাদ্য বিষয় হলো সৎকাজের আদেশ মন্দ কাজের নিষেধ করা।
Shoaib Sadi সেই দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম।
যদি আর একটিও ইসলামিক ভিডিও মিস না করতে চান, তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
ধন্যবাদ 🌼🌼🌼


https://www.facebook.com/share/1BidWAafxx/