Armanian Islamic (TV)

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক,
আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগতম, আশা করি আপনি অনেক ভাল আছেন।

মহান আল্লাহর নিকট অধিক শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আপনার ও আপনার পরিবার-পরিজনদের আমাদের চ্যানেলে ভিডিও দেখার তৌফিক দান করেছেন, এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ।

কোরআন ও হাদিসের কিছু নেকিপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। দিনে দিনে মানুষের মধ্যে জ্ঞানের কমতির কারণে মানুস আস্তে আস্তে কেয়ামতের আলামত গুলো সংগঠিত করছে। তাই খারাপ মানুষদের মধ্যে ভালো হয়ে থাকার জন্য কুরআনের জীবন ব্যবস্থা গড়ে তোলা দরকার। যেন আমরা সকল ধরনের ফেতনা হতে বেঁচে থাকতে পারি,আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন।

আল্লাহর নবী আমাদের উপরে আল্লাহর দ্বীন ইসলামকে আমানত দিয়েছেন, এবং বলেছেন এই যমিনে আল্লাহর দিন প্রচার করতে। আমাদের এই চ্যানেলটি সেই দিন প্রচারেরই একটি ক্ষুদ্রতম অংশ। নবিকারিম (সা.) বলেছেন তুমি যা যান অপরকে তা যানাও। এবং আল্লাহ বলেন- خيركم من تعلم القرآن وعلمه -অর্থাৎ (তুমি নিজে কোরআন শিখো এবং অপরকে কুরআন শিক্ষা দাও।