Dear Prophet Sunnah

→→→প্রিও নবী মুহাম্মদ ﷺ এর←←←
→→সুন্নাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা←←
DearProphetSunnah
আসসালামু আলাইকুম ওয়া রাহমোতুল্লাহি ওয়াবারাকাতুহ
24:54

قُلۡ اَطِیۡعُوا اللّٰہَ وَ اَطِیۡعُوا الرَّسُوۡلَ ۚ فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا عَلَیۡہِ مَا حُمِّلَ وَ عَلَیۡکُمۡ مَّا حُمِّلۡتُمۡ ؕ وَ اِنۡ تُطِیۡعُوۡہُ تَہۡتَدُوۡا ؕ وَ مَا عَلَی الرَّسُوۡلِ اِلَّا الۡبَلٰغُ الۡمُبِیۡنُ ﴿۵۴﴾
Bengali -
বল, ‘তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর।’ তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর যদি তোমরা তার আনুগত্য কর তবে তোমরা হিদায়াতপ্রাপ্ত হবে। আর রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া।
..................................................................
→কারো প্রতি ক্ষোভ বা হিংসা হলে জ্বালা-পোড়ার কষ্টটা তার নয়; বরং আপনারই হয়!
→কাউকে ক্ষমা করলে ক্ষমাপ্রাপ্ত লোকটির আগেই আপনি নিজে ফ্রেশনেস অনুভব করবেন!
→সুতরাং ক্ষোভ ও হিংসাকে 'না' বলুন। নিজের প্রতি রহম করুন। মনটাকে নির্ভার রাখুন।