আমি একজন সফল কোয়েল খামারী – আমার গল্প, আপনাদের প্রেরণা
সবকিছু একদিনে হয় না। তিল তিল করে গড়ে তুলতে হয়। একটা কথা মনে রাখবেন পরিশ্রম কখনো ব্যথা যায় না। হয় হারবেন, না হয় শিখবেন।
আমি যখন শুরু করেছিলাম, তখন না ছিল পর্যাপ্ত পুঁজি, না ছিল অভিজ্ঞতা।
ছিল শুধু অদম্য ইচ্ছা আর বিশ্বাস — "আমি পারব!"
প্রথমদিকে অনেকে হাসছিল, কেউ কেউ তাচ্ছিল্য করেছিল —
“এতে কিছু হবে না”, “এই পাখির খামার করে কিচ্ছু হবে না” — এমন কথা শুনেছি শতবার।
কিন্তু আমি থামিনি।
আজ আল্লাহর রহমতে আমার খামারে হাজার হাজার কোয়েল পাখি,
নিজস্ব ব্র্যান্ড, নিয়মিত ডেলিভারি, আর শত শত মানুষের আস্থা।
আমি যদি পারি, আপনিও পারবেন!
শুধু দরকার সাহস, ধৈর্য আর পরিশ্রম।
👉 নতুনদের বলবো — ছোট থেকে শুরু করেন, শিখতে শিখতে বড় হওন।
👉 ভুল করবেন, সেটা স্বাভাবিক — কিন্তু ভুল থেকে শিখবেন।
👉 সৎ থাকবেন, দোয়া রেখবেন, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান।
আজ যে আমি সফল, কাল আপনিও হতে পারবেন।
শুধু স্বপ্ন দেখেন, আর কাজ শুরু করেন আজ থেকেই!