Bangla Medium

ইংলিশ শেখা কোনো কঠিন ব্যাপার নয় l সবটাই হলো প্র্যাক্টিসের ব্যাপার l যত ছোটবেলা থেকে ইংলিশ প্রাকটিস করবে বিশেষত ইংলিশ গ্রামার,ওয়ার্ড মিনিং , প্যারাগ্রাফ, টেন্স , ইংলিশ সেন্টেন্স , স্পোকেন ইংলিশ , তত ধীরে ধীরে বড়ো হতে হতে ইংলিশের প্রতি ভয় দুর্বলতা কেটে যাবে.

আমি একজন ইঞ্জিনিয়ার l অফিস এর কাজে আমাকে বিদেশে বহু দেশ ঘুরতে হয় l বিদেশে গেলে কোনো উপায় থাকে না কারো কাছে l ইংলিশ এ কথা বলতেই হবে l তাতে ভুল হোক বা ঠিক হোক কেও দেখতে যাবে না l ইংলিশ এ কথা বলতে হবে এবং সামনের জন কি বলছে সেটা বুঝতে হবে l

আর আমাদের দেশে বিশেষ করে বাঙালিরা ইংলিশে কথা বলার সময় একটু গ্রামাটিকাল ভুল হলেই হাসা হাসি করতে থাকে l বিদেশে এসব কিছুই নেই l কেও হাসা হাসি করতে যাবে না একটু আধটু ভুল হলে l আমরা বাঙালিরা অন্যের ভুল ধরতে বেশি ব্যস্ত .

তাই ভুল না ধরে ছোট বেলা থেকে প্রাকটিস করতে থাকো অল্প অল্প করে বেশি করার দরকার নেই l দেখবে তোমার মধ্যে কনফিডেন্স ধীরে ধীরে বাড়ছে .

ইংলিশ শেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো.

ধন্যবাদ .....

Email : [email protected]