BSKB । মিষ্টি জাতীয় ফসল উৎপাদন প্রযুক্তি

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিটে ৬টি মিষ্টি জাতীয় ফসল যথা- আখ, তাল, খেজুর, গোলপাতা, স্টেভিয়া ও সুগারবিট উৎপাদন, পোকা দমন, রোগ দমন প্রযুক্তি বিষয়ক গবেষণা করা হয়। এখানে এই সমস্ত ফসলের নুতন নুতন জাত উদ্ভাবন ও কৃষক পর্যায়ে সরবরাহ করা হয় এবং চাষীদেরকে এই ফসলের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।