লেখা একটি আর্ট, লেখা একটি কলা,লেখা একটি শিল্প। ছাত্র জীবনে লেখা সুন্দর করার চেষ্টা করে নাই এমন ছাত্র পাওয়া মুশকিল। লেখা আপনার রুচিবোধ ফুটিয়ে তোলে, সুন্দর লেখা আপনাকে অন্যের কাছে আকর্ষনীয় করে তোলে। সুন্দর লেখা আপনার সুন্দর মনমানসিকতা কে প্রুভ করে। সুন্দর লেখা আপনার মস্তিষ্ককে শান্ত রাখে। সুন্দর লেখা অন্যের কাছে মূল্যবান করে তোলে। সুন্দর লেখার কারণে আপনি অনেক জায়গায় স্পেশাল একটা স্থান আপনার হবে। তাই আমি চেষ্টা করি শিশু থেকে বয়স্করাও যেন সুন্দর লেখার প্রতি আগ্রহী হয়। আলহামদুলিল্লাহ আমার চেষ্টা ও বাচ্ছাদের মেহনতের কারণে অনেকের লেখায় আমার ধারণার চেয়েও সুন্দর। দোয়া করি সর্বক্ষেত্রে তারা যেন অগ্রগামী থাকে। চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগবে আশা রাখি।
আপনার হাতের আরবী/বাংলা/ইংরেজি /উর্দু লেখা সুন্দর করতে আমাদের চ্যানেলটি Subscribe করে সাথেই থাকুন।