Hasna Family vlog

সবার মনে অনেক অজানা কথা জমে আছে,আমি ইউটিউবএ কাজ করছি আমার কোন উদ্দেশ্য আছে কি না,আসলে আমার তেমন কোন উদ্দেশ্য ছিলোনা, আমি ইউটিউব কে ভালোবাসি,আমার রান্না বান্না করতে ভালো লাগতো,আমার কোন কাজকেই আমি ছোট মনে করি না,আমার কাছে মনে হয়েছে এটাও একটি Good job, আমি তখন সবার ভিডিও দেখতাম, আমার ভালোবাসার মানুষ টি তখন আমাকে বলতো তুমি চাইলে ও করতে পারো,তো তখন হটাৎ করে কোরোনা মহামারী সময়ে ২০২০ সাল মার্চ মাসের ২৭ তারিখ ও আমাকে ইউটিউব চ্যানেল টি খুলে দেয়, এই কাজটি করার সুযোগ করে দিয়েছে আমার অতি কাছের মানুষ টি, যায়ি হোক এখন আপনাদের সবার ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই,যা আপনাদের ছাড়া সম্ভব না,আমার অনেক আশা একজন বড়ো ইউটিউবার হওয়ার, রান্না বান্না কাজকে ভালোবাসি নিজের কাছে সাচ্ছন্দ্যবোধ মনে করি তাই কাজ টি করি।

#vlog
#food
#Family
#cooking
#youtube

Contact us: [email protected]