'সাহিত্যপাড়া (Sahittyapara)' মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বাংলার বিষয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
বাংলা বিষয়টি যাদের খুব কঠিন লাগে, অনেক লিখলেও যাদের খাতায় ভালো নম্বর আসে না, যাদের বাংলাতে ব্যাসিক দুর্বল; 'সাহিত্যপাড়া' তাদের জন্য একটি নির্ভরতার নাম।
বাংলা বিষয়ের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে তোমাদের সাথে আছে দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতাসম্পন্ন 'সাহিত্যপাড়া'র কর্ণধার 'মনোজ স্যার'।
'সাহিত্যপাড়া' দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে শিক্ষার্থীদের মানসম্মত সেবা প্রদান করে আসছে। প্রতি বছর 'সাহিত্যপাড়া'র শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় বোর্ড সেরা স্থান দখল করার পাশাপাশি রেকর্ড পরিমাণ নম্বর অর্জন করছে।
'সাহিত্যপাড়া'র বাংলা ক্লাস মানেই মনোজ স্যারের বিভিন্ন টেকনিক এবং মজার মাধ্যমে কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপনা। বাংলার ব্যাসিক মজবুত করার জন্য 'সাহিত্যপাড়া'র ক্লাস অনবদ্য।
ওয়েবসাইট:
Sahittyapara.com
বাংলার মন্ত্রমুগ্ধ জগতে হারিয়ে যেতে যোগাযোগ করুন: ০১৮১৮৬৭০০৬৮ /
০১৯৭৮৬৭০০৬৮