নেতাজী নগর কলেজ বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ

বিভাগের একটা নিজস্ব আবরণ থাকে। তার ভেতরে প্রচ্ছন্ন রেখে অনেক কথা, অনেক কাজ চলে ফিরে বেড়ায়। কিন্তু চলমান ছবিতে সে বিষয়ে লিখতে ইচ্ছা হয় না। ছবি এত সরাসরি কথা বলে, এত জানিয়ে দেয় যে কেবলই মনে হয় প্রকাশ করার সময় নয় এখন। আবার এই সময়ই বলে, না, কিছু কথা এখনই বলে যেতে হবে। দেখাতেই হবে তুচ্ছ হলেও জেগে ওঠা এক অলক্ষ্য স্পন্দন বা অস্ফুট বসন্তের সঞ্চার বিভাগের জীবনের।
ইউটিউব খুলে দিল একটা সাম্প্রতিক দরজা। দিনে দিনে আমরা যেসব কাজ করি বা করবো, ছাত্র-শিক্ষক মিলেমিশে মুখ লুকানো ঘর থেকে বেরিয়ে এসে, তারই ছবি দেখাবো নিয়ম বৃত্ত মেনে। কী দেখাবো আর কী দেখাবো না তা নিয়ে চলবে তর্ক, চলুক। আমরা আমাদের ভীরুতা কাটিয়ে উন্মুক্ত করবো নতুন সময়ের জীবন, যার কোনো চিহ্ন জানতাম না আগে। বিভাগের মধ্যে আরেকখানা বিভাগকে দেখবো, দেখাবো, সঙ্গ করবো আপনাদের, টুকরো টুকরো অসংলগ্ন ছবি জুড়ে দেবো, টুকরো কথা শোনাবো, লগ্ন হয়ে থাকার চেষ্টা করবো, এভাবেই চলতে থাকবে দিনের পর দিন। হাঁটতে হাঁটতে পিছন ফিরে দেখে নেব নিজেদের। নবীন আর প্রবীণের অভিজাত্যে ভরে উঠবে বিভাগের ভবিষ্যৎ।